August 2, 2025, 1:26 pm

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন রিয়াজ ও ফেরদৌস

Reporter Name 179 View
Update : Thursday, September 20, 2018

বিনোদন ডেস্ক,বৃহস্পতিবার,২০ সেপ্টেম্বর ২০১৮:
আগামীকাল শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন যুক্তরাষ্ট্রের নিউয়র্ক। আর প্রধানমন্ত্রীর এ যাত্রায় সফরসঙ্গী হচ্ছেন ঢাকাই সিনেমার নন্দিত দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সঙ্গী হবেন দেশের অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মী। আর এ তালিকায় আছে রিয়াজ ও ফেরদৌসের নামও। তারাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পেরে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘সত্যি এই সৌভাগ্যটা হতে যাচ্ছে আমার ও ফেরদৌসের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় সফরের সুযোগ পাওয়া অনেক সম্মানের একটি ব্যাপার। আমি আমার রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ গুরুত্বপূর্ণ এই সফরের জন্য আমাকে প্রয়োজন মনে করায়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি আবেগী। আমাদের চলচ্চিত্রের প্রতিও তিনি অনেক আন্তরিক। তার সফরে আমাকে ও ফেরদৌসকে রেখে তিনি সেই প্রমাণটাই আবার দিলেন। সবার কাছে দোয়া চাই যেন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় এ সফর সফল হয়।’

চিত্রনায়ক ফেরদৌস তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি অনেক সম্মানের একটি বিষয়। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে পছন্দ করেন। তার প্রতি শ্রদ্ধা চিরকাল বহমান থাকবে। আশা করছি এই সফর দেশ ও জাতির জন্য অনেক ইতিবাচক ভূমিকা রাখবে।’

রিয়াজ ও ফেরদৌসের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার খবরে চলচ্চিত্রের অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর