December 16, 2025, 8:03 pm

পাঁচ দিন পর বেনাপোল দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

Reporter Name 206 View
Update : Wednesday, September 26, 2018

নিউজ ডেস্ক,বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮:
বেনাপোল বন্দর দিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বুধবার দুপুর থেকে পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি। গত কয়েক দিনের দফায় দফায় দু’দেশের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকে আজ ধর্মঘট প্রত্যাহার করে নেয় ভারতীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন।

ধর্মঘট প্রত্যাহারের পর প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। এতে বন্দর এলাকায় সৃস্টি হয়েছে যানজট। বন্দরে মালামাল লোড-আনলোড শুরু হয়েছে পুরোদমে। ২৯০ ট্রাক মালামাল আমদানি হয়ে বন্দরে প্রবেশে করেছে। বন্দর সুত্র জানায়, ভারতে রপ্তানি হয়েছে ১১০ ট্রাক মালামাল।

বেনাপোল স্থল বন্দরের ডেপুটি পরিচালক আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি। বন্দরে প্রাণ চাঞ্চল্য ফিরে আসলেও সৃস্টি হয়েছে যানজট। বন্দরে দ্রুত মালামাল খালাশ ও লোড-আনলোডের গতি ফিরাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর