August 4, 2025, 2:04 pm

ধানমন্ডি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name 186 View
Update : Thursday, September 27, 2018

নিউজ ডেস্ক-
২৭ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার:
রাজধানীর ধানমন্ডি থেকে সুমি (৪০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোড়ের ২১ নম্বর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী জানান, ‘সুমি ধানমিন্ডর ৭ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির একাব্বরের বাসায় গৃহকর্মীর হিসেবে কাজ করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

সুমির মৃত্যু কারণ ও বিস্তারিত ঠিকানা জানা যায়নি। মৃত্যু কারণ ও বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এসআই শাজাহান আলী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর