September 11, 2025, 7:02 pm

​প্রধানমন্ত্রী মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন: খালিদ মাহমুদ

Reporter Name 187 View
Update : Saturday, September 29, 2018

বোচাগঞ্জ(দিনাজপুর),শুক্রবার,২৮ সেপ্টেম্বর ২০১৮,
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মানবতার নেত্রী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই নতুন পাঠ্য বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশের মানুষের সুখে ও দুঃখে পাশে থেকে বলিষ্ট নেতৃত্ব দিয়ে আসছেন। মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পার্থ সরকারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর