August 4, 2025, 11:24 pm

ভাগ্নির সঙ্গে প্রেম, অতঃপর…

Reporter Name 181 View
Update : Monday, October 1, 2018
ভাগ্নির সঙ্গে প্রেম, অতঃপর…

বারবার প্রেমিক ভূমিত রুইদাসকে (২৩) সতর্ক করা হলেও কাজ হয়নি। অবশেষে আইনকে হাতে তুলে নিলেন প্রেমিকার মামারা। সোমবার ভোরে শাবল দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ওই যুবককে৷

ঘটনাটি ভারতের বর্ধমানের (পশ্চিম) অণ্ডালের চনচনি কোলিয়ারি এলাকার৷ বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে হানা দেয়৷ তাদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, আটক ধীরাজ রুইদাস, সমিত দাস ও ধরম রুইদাসকে আজ সোমবার বর্ধমান আদালতে তোলা হবে। আর এক অভিযুক্ত মামার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের ভাগ্নির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভূমিতের৷ এতেই আপত্তি ছিল তাঁদের৷ এদিন সকালে ওই যুবক মাঠে প্রাতঃকৃত্য করতে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে অভিযুক্ত চারজন শাবলে করে মাথা থেঁতলে খুন করে৷ ঘটনায় ওই প্রেমিকা ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর