July 31, 2025, 5:55 am

১ম ম্যাচেই ব্যাট-বল হাতে চমক দেখাচ্ছেন আশরাফুল

Reporter Name 148 View
Update : Tuesday, October 2, 2018

আগেই বলেছিলেন নিজেকে প্রমান করার এটাই সবচেয়ে বড় সুযোগ। সামনেই বেশ কিছু গুরুত্বপূর্ন সিরিজ রয়েছে বাংলাদেশের। এর আগে জাতীয় লিগে নিজের জাত চিনিয়ে আবারো জাতীয় দলে জায়গা করে নিতে চান আশরাফুল।

চলমান জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) দিয়ে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ এসেছে সদ্যই সবধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া মোহাম্মদ আশরাফুলের। ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমে দারুণ একটি অর্ধশতক হাঁকিয়ে সেই লক্ষ্যে কিছুটা এগিয়েও গিয়েছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএলের টায়ার ২ এর এই ম্যাচে সিলেট ডিভিশনের মুখোমুখি হয়ে ৫৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন আশরাফুল।  শাহনুর রহমানের তৃতীয় শিকার হয়ে ফিরলে ইনিংস আর লম্বা করা হয়নি তাঁর। তার ইনিংসটি ছিল ৬ চারে সাজানো।

ব্যাট হাতে ঝলক দেখানোর পর বল হাতেও শুরুটা দারুণ করেছেন আশরাফুল। ঢাকা মেট্রোর ৪২৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় সিলেট ডিভিশন। ওপেনার খন্দকার সায়েম আলম রিজভিকে আরাফাত সানির হাতে ক্যাচ বানিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন আশরাফুল।

এখনো ২য় দিনের খেলা চলছে।  এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ২৭ রান। ক্রিজে অপরাজিত আছেন শাহনাজ আহমেদ এবং ইমতিয়াজ হোসেন।

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর