November 17, 2025, 6:56 am

রোনালদো বললেন, ‘সালামু আলাইকুম’ (ভিডিও)

Reporter Name 200 View
Update : Tuesday, October 2, 2018

ফুটবলে অসাধারণ দক্ষতার জন্য পর্তুগিজ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো জগত জোড়া খ্যাতি। জুভেন্টাসের এ তারকাকে বিশ্ব ফুটবলের মহাতারকা ডাকা হয়।

কিন্তু মাঠে তার অসাধারণ নৈপুণ্যের জন্যই শুধু তাকে সবাই ভালোবাসে না; তিনি উদারতারও প্রতীক হয়ে আছেন।

কেবল সুদর্শন ও সুগঠিত শরীরের জন্যই ভক্তরা তার পিছু ছুটছে না। তিনি সবার প্রতি খুবই যত্নশীল। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে সবসময় গুরুত্ব দেন এ তারকা।-খবর পাকিস্তান টুডের।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে লাইভ চ্যাটে আসেন তিনি। তাকে পেয়ে ভক্তদের আনন্দের শেষ নেই।

এ সময় তার আরব-ভক্তরা আরবিতে কথা বলতে তার কাছে আবদার করে বসেন। কিন্তু রোনাল্ডো বলেন, তিনি আরবি জানেন না। জানারও কথা না।

তবে ভক্তরাও নাছোড়বান্দা। তাকে আরবি না বলিয়ে ছাড়বেন না। শেষ পর্যন্ত তিনি বলেন, সালামুআলাইকুম।

আর তাতেই ভক্তরা শান্ত। সীমাহীন খুশিতে তার মন ভরে যায়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর