October 26, 2025, 2:07 pm

২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করলেন সৌরভ গাঙ্গুলি!

Reporter Name 168 View
Update : Tuesday, October 2, 2018

আগামী বছর ইংল্যান্ডের মাটিতেই বসবে ক্রিকেট বিশ্বকাপ। আর ইংল্যান্ডের মাটি যে ভারতের জন্য কতোটা কঠিন হতে পারে তা হয়তো কিছুদিন আগেই প্রমাণ পেয়েছিলেন কোহলিরা। তবুও সেই বিশ্বকাপে ভারতই চ্যাম্পিয়ন হবে বলে সৌরভ গাঙুলি ভবীষ্যৎ বাণী করেছেন।

এবার সেই বিশ্বকাপ নিয়েই ভবিষ্যৎবাণী করে তিনি বলেন ,’ ‘২০১৯ সালে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ফল করবে। যদিও ইংল্যান্ডের মাটিতে তারা একটু কঠিন সময় পার করছে তাও আমি এই দলটিকেই এগিয়ে রাখবো।’

সৌরভ গাঙুলি সম্প্রতি এশিয়া কাপে ভারতে অপরাজিক চ্যাম্পিয়র হওয়ায় তার প্রেক্ষিতে এ ভবিষ্যত বাণী করেছেন বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে ভারতের সেই চ্যাম্পিয়ন যে কলকাতার আলোচিত পেসার মোহাম্মদ শামী থাকবেন সেটার নিশ্চয়তাও দিয়ে দিলেন সৌরভ গাঙুলি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর