২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে গাঙ্গুলীর ভবিষ্যদ্বাণী

২০১৯ মালে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একপ্রকার ভবিষ্যদ্বাণী করেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
সোমবার দেশটির দুর্গাপুরের সিটি সেন্টারে একটি জুয়েলারি দোকান উদ্বোধনে গিয়ে মহারাজ বলেন, সম্প্রতি জাতীয় দল দারুণ খেলছে। এশিয়া কাপের একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ টাই হওয়ার কারণ ওই দিন প্রায় ৫ জন প্রথম সারির ক্রিকেটারের না খেলা। তাছাড়া গোটা টুর্নামেন্টে দল বেশ ভালো খেলেছে।
সৌরভ বলেন ‘২০১৯ সালের ওয়ানডে ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল দারুণ ফল করবে। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলার পেসার মুহাম্মদ সামির জায়গা যে নিশ্চিত তা-ও জানিয়ে দেন তিনি ।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর