August 4, 2025, 12:16 am

কঠিন লড়াইয়ে মুখোমুখি মুশফিক-লিটন

Reporter Name 154 View
Update : Wednesday, October 3, 2018

আগামী ৫ই জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। দেশি, বিদেশি মিলিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগের আসরের চারজন ক্রিকেটার রেখে দিতে পারবে। রিটেইন ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর।

চিটাগাং ভাইকিংস বাদে অন্য ছয় দল এরই মধ্যে রেখে দেওয়া ক্রিকেটারদের নাম জমা দিয়েছেন। এর মধ্যে রাজশাহী কিংস তাদের আইকন ক্রিকেটার মুশফিকুর রহীমকে ছেড়ে দিয়েছেন। বাকি সব দল তাদের আইকন ক্রিকেটারদের দলে রেখে দিয়েছে। মূলত এবারের আসরে নতুন আইকন হতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান।

যার মানে একদল দুই আইকনকে ধরে রাখতে পারবে না। যার ফলে মুশফিকেই ছেড়ে দিয়েছে রাজশাহী কিংস। যার মানে নতুন দলের হয়ে এবারের বিপিএলে খেলবেন মুশফিক। এবারের আসরে মোস্তাফিজের সঙ্গে নতুন আইকন হতে যাচ্ছেন লিটন দাস।

তবে এদিকে চিটাগাং ভাইকিংস বিপিএলে অংশ নেবে না জানিয়ে আগেই বিসিবিকে চিঠি দিয়েছিল। দলটি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকাও জমা দেয়নি। যার মানে এবারের আসরে খেলবে ছয়টি দল। অন্যদিকে আইকন সাতজন। এরই মধ্যে পাঁচটি দল তাদের আইকনকে রেখে দিয়েছে।

বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসে আইকন হিসেবে ছিলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। খুলনা টাইটানসে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ছিলেন তামিম ইকবাল। সিলেটে আইকন হিসেবে খেলেছিলেন সাব্বির রহমান। তবে এবারের আসরে আইকন থেকে বাদ পড়েছেন সাব্বির।

যার মানে সিলিট দলে নতুন এক আইকন দেখা যাবে। আইকনদের তালিকায় এখন বাকি রয়েছেন মুশফিকুর রহীম এবং লিটন দাস। তাদের মধ্য থেকেই একজন হবেন সিলেটের আইকন। লড়াইটা যেন এখন তাদের মধ্যেই।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, সুনীল নারাইন ও রভম্যান পাওয়েল। রংপুর রাইডার্স: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।

রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও জাকির হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন ও শোয়েব মালিক।

সিলেট সিক্সার্স: সিলেট সিক্সার্সঃ মুশফিকুর রহিম/ লিটন দাস, নাসির হোসাইন, সাব্বির রহমান, সোহেল তানভীর। খুলনা টাইটানসঃ মাহমুদুল্লাহ রিয়াদ,কার্লোস ব্রাথওয়েট,নাজমুল হোসেন শান্ত।


কঠিন লড়াইয়ে মুখোমুখি মুশফিক-লিটন

জন্মদিনে উদ্দাম নাচ হিনার, দেখুন ভিডিও

‘আমার সঙ্গে রাত কাটিয়ে আসমাকে বিয়ে করেছে ইউনুস’ (ভিডিও)

অল্পের জন্য যুদ্ধ এড়ালো চীন-মার্কিন রণতরি (ভিডিও)

গেইলকে রেখে দিয়ে যে বিদেশী তারকাকে ছেড়ে দিল রংপুর

মোসাদ্দেক চাইছে ডিভোর্স, কিন্তা সামিয়া চাইছে…

জিম্বাবুয়ের বিপক্ষেই জাতীয় দলে ফিরছেন সেই 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর