November 17, 2025, 11:12 am

জিম্বাবুয়ে সিরিজে আশরাফুলকে নেয়ার বিষয়ে ইতিবাচক কথা 

Reporter Name 189 View
Update : Wednesday, October 3, 2018

আসন্ন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল গঠন নিয়ে বিপাকে পড়েছে বিসিবি। এখানে দলে সুযোগ পাওয়ার কথা আশরাফুলের। এই সম্ভাবনা কোনো সাংবাদিকের কলামের মধ্যে থেকেই নয়। জিম্বাবুয়ে সিরিজে আশরাফুলকে দলে নেয়ার বিষয়ে ইতিবাচক কথা বললেন বিসিবির প্রধান নির্বাচক।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, এই সম্ভাবনার বিষয়টি। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি৷

কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি প্রাথমিক স্কোয়াড। ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হলেও টেস্ট দল গঠনে বেশ বিপাকে পড়েছেন প্রধান নির্বাচক জয়নুল আবেদীন নান্নু।

সম্প্রতি বেসরকারী একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নান্নু এ ব্যাপারে বলেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি অত্যন্ত কঠিন হবে। তামিম-সাকিব না থাকায় দল গঠনে বেশ পরিক্ষা দিতে হবে।

এখানে নবীনদের বেশ উপস্থিতি থাকবে। এছাড়াও পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও স্কোয়াডে থাকার সম্ভাবনার কথা বলেন তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর