September 11, 2025, 5:59 pm

মেডিকেল কলেজে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক

Reporter Name 214 View
Update : Wednesday, October 3, 2018

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। হাসপাতালের এমসিএইচ বিল্ডিংয়ের ভিতরে থাকা একটি ওষুধের দোকানে সকাল ৮.১০ মিনিট নাগাদ আগুন লাগে। সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর।

ওই দোকানের উপরে দোতলা এবং তিনতলার বিভিন্ন ওয়ার্ডে প্রচুর রোগী ভর্তি ছিলেন। তাঁদেরকে দ্রুত সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রায় আড়াইশো রোগীকে সরিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

দমকলের প্রায় দশটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

হাসপাতালের কর্মীরাও রোগীদের বের করে আনতে সাহায্য করেন। ঘন ধোঁয়ার জন্য ভিতরে ঢুকতেও সমস্যা হচ্ছে দমকলকর্মী এবং উদ্ধারকারী দলের।

হাসপাতাল চত্বরে থাকা রোগীর আত্মীয়রাও প্রবল আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয়ে যায় প্রবল হুড়োহুড়ি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর