July 31, 2025, 1:55 am

সৌরভ গাঙ্গুলীর ঢাকের তালে নাচলেন নায়িকারা (ভিডিও)

Reporter Name 174 View
Update : Wednesday, October 3, 2018

ভারতের সফল অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলী। এক সময় ক্রিকেটের মাঠ কাঁপিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক দিন হয়ে গেল ।

তবে ক্রিকেট মাঠ মাতানোর পর অবসর জীবনে ছোট পর্দা মাতিয়ে চলছেন তিনি। এবার তাকে পাওয়া গেল ভিন্ন আয়োজনে। একটি মিউজিক ভিডিওতে প্রাণ খুলে নাচতে দেখা যায় তাকে।

ভিডিওটির একটি দৃশ্যে দেখা যায়, গলায় ঝুলিয়ে ঢাক বাজাচ্ছেন সৌরভ। ঢাকের তালে তালে তার সঙ্গে নেচেছেন অভিনেত্রী শুভশ্রী, নুসরাত ও মিমি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় বিজ্ঞাপনী প্রচারে দুর্গাপূজার একটি মিউজিক ভিডিওর জন্য ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর এই নাচ । রিতি মতো নায়িকাদের সঙ্গে নাচে টেক্কা দিচ্ছেন সৌরভ।

এ ব্যাপারে রাজ চক্রবর্তী বলেন, ‘লে ছক্কা সিনেমা করার সময়ই দাদাকে বলেছিলাম আমার সিনেমায় অভিনয় করতে। তিনি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। এবারও ভীষণই ব্যস্ত ছিলেন তিনি। লর্ডসে থাকাকালীনই আমার এই ভিডিওর স্টোরিবোর্ড পাঠাই তার কাছে, দাদা রাজিও হন।’

সৌরভ গাঙ্গুলীর নাচের সঙ্গে সিটি বাজাচ্ছিলেন শুভশ্রী। ভিডিওতে দেখা গেছে জিৎ গাঙ্গুলী ও বনিকেও।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর