“স্তনের ভাঁজ না থাকলে সে নারী যেন পকেটহীন জিন্স”-বললেন শামা সিকন্দর

অভিনয় করেন হিন্দি সিরিয়ালে। নাম শামা সিকন্দর। সম্প্রতি বিকিনি পরে নিজের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। আর হিসেবে অনুযায়ী শুধুমাত্র তার ইনস্টাগ্রাম একাউন্টেই এই ছবিতে পরে ৩ লক্ষ্য ৮৬ হাজারের ওপর লাইকস এবং সাথে কমেন্টসও।
তবে শুধু যে সবিটিই পোস্ট করেছিলেন তাই নয়, সঙ্গে ক্যাপশন দেন “শরীরে কার্ভ না থাকলে সে নারী পকেটহীন জিনসের মতো”। ব্যাস যেমন কাজ তেমনি পাওনা। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে তার এই ছবি।
বর্তমানে তিনি কাটাচ্ছেন সিডনিতে। সেখানেই সেলিব্রেট করছেন নিউ ইয়ার. সিডনির বিচেই উঠেছিলেন এই বিকিনি ওয়ালা ছবি। ছোটপর্দায় একের পর এক সিরিয়ালে অভিনয় করলেও সেরকমভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেননি তিনি।
“ফিফটি শেডস অফ গ্রে” এর অনুকরণে তৈরী হয় “মায়া” সিরিয়ালে অভিনয়ের দরুন একটু পরিচিতি পেয়েছিলেন। সেই সময় যখন তাকে “মানুষের যৌন তৃপ্তি” নিয়ে প্রশ্ন করা হয় তখন তার উত্তর দেন” যৌন তৃপ্তি প্রতিটি নারী এবং পুরুষের কাছেই গুরুত্বপূর্ণ”।