July 31, 2025, 11:52 am

গান ছেড়ে নাচ শুরু করলেন নেহা?

Reporter Name 166 View
Update : Thursday, October 4, 2018

গান ছেড়ে নাচ শুরু করলেন নেহা?

নেহা কক্করকে আলাদা করে আর পরিচয় দিতে হয় না। এই মুহূর্তে বলিউডের জনপ্রিয়তম কণ্ঠশিল্পীর তালিকায় তাঁর নাম সবার আগে। একের পর এক সুপারহিট গান তাঁর ঝুলিতে।

গান গাওয়ার পাশাপাশি সম্প্রতি একেবারে অন্য এক ভূমিকায় দেখা গেছে নেহাকে। প্রথমবার নাচের মঞ্চে তিনি। অসাধারণ অভিব্যক্তি দিয়ে ইতিমধ্যেই অসংখ্য ভক্তর মন জয় করেছেন নেহা। নেহা তাঁর ছোট ভাই টনি কক্করের গান ‘লুডো’-তে নাচ করেছেন এবং অনুরাগীদের জন্য সেই নাচের ভিডিও শেয়ারও করেছেন।

এই ভিডিওটি গতকাল মঙ্গলবার মেলভিন লুইসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। এখন পর্যন্ত ১১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। ভিডিওর শেষে নেহাকে বেশ উত্তেজিত দেখায়। নেহা বলেন, এই প্রথমবার তিনি নাচলেন আর মেলভিনের কারণেই তা সম্ভব হয়েছে।

অসংখ্য ভক্ত নেহার নাচে মুগ্ধ হয়েছেন। তাঁরা মন্তব্য-ঘরে প্রশংসাও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘নেহা গান ভালো গায়, নাচও ভালো। আই লাভ নেহু!’

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘দীর্ঘদিন ধরেই এমন ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। আমার দুই প্রিয় একসঙ্গে। এককথায় অসাধারণ!’

আরেক ভক্ত মন্তব্য-ঘরে লিখেছেন, ‘আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রিয় শিল্পী নেহা কক্কর। চিয়ার্স আপ নেহা!’

অন্যদিকে, টনি কক্করের গান ‘লুডো’ ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। এখন পর্যন্ত এক কোটি ৬০ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ দেখেছেন এটি।

নেহা কক্কর বলিউডের ‘কালা চশমা’ ও ‘ল্যাড়কি বিউটিফুল’-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন। হালের জনপ্রিয় ‘দিলবার’ গানটিও তাঁর। নেহা বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারকের ভূমিকায় রয়েছেন। সূত্র : এনডিটিভি


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর