September 14, 2025, 3:09 pm

আকাশ ছোঁয়া যে মূল্যে পিএসএলে যাচ্ছেন মুস্তাফিজ, শুনলে চমকে যাবেন

Reporter Name 162 View
Update : Thursday, October 4, 2018

কয়েকদিন আগেই শেষ হলো জমজমাট এশিয়া কাপ। ট্রফি না জিতলেও বাংলাদেশের ছিলো অনেক অর্জন। তন্মধ্যে অন্যতম হলো মুস্তাফিজের ফেরা। দারুন ছন্দে ছিলেন এই কাটার মাস্টার।

হয়েছেন আসরের সেরা বোলারও। এরই মাঝে আলোচনায় আসছে আসন্ন পিএসএল। আসন্ন পিএসএল আসরে মুস্তাফিজুর রহমানের অংশ নেয়ার ব্যাপারটি এখনও নিশ্চিত নয়।

কারণ বিসিবির অনুমতি ছাড়া এখন দুই বছরের জন্য কোন বিদেশি লীগে খেলতে পারবেন না এই পেসার।তবে ইতিমধ্যে মুস্তাফিজকে নিয়ে নিলামের কথাও ওঠে এসেছে,প্রায় ২ কোটি টাকাতে তাকে দলে ভিড়াবে পিএস এল এ।

কিন্তু বিসিবি অনুমতি দিলে একই দলের হয়ে পিএসএল মাতাবেন মুস্তাফিজ এবং এবি। দলে আরও তারকাদের মধ্যে আছেন, ক্রিস লিন, ব্রেন্ডন ম্যাককালাম এবং সুনিল নারাইনের মত তারকারা।

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লীগের চতুর্থ আসর। আর এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর