October 26, 2025, 8:00 pm

আফগানিস্তান প্রিমিয়ার লীগে ডাক পেলেন সৌম্য ও মিথুন

Reporter Name 169 View
Update : Thursday, October 4, 2018

আসছে ৫ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লীগ। এ আসরের প্লেয়ার ড্রাফটে তামিম ও মুশফিককে দলে নিয়েছিল নানগারহার । কিন্তু সদ্য সমাপ্ত এশিয়া কাপে চোট পেয়ে এবারের আসরে খেলা হচ্ছেনা তাদের।

তবে প্লেয়ার ড্রাফটের পর পেসার তাসকিনকে দলে নিয়েছিল কান্দাহার। ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন তিনি। তবে এবার তাসকিনের দলেই ডাক পেলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।

এশিয়া কাপে স্কোয়াডে ডাক পেয়ে অন্যদের তুলনায় ভালই খেলেছেন মিথুন। প্রত্যেকটি ম্যাচ খেলে দুটি ফিফটিও পেয়েছেন তিনি।অন্যদিকে এশিয়া কাপের মাঝপথে দলে ডাক পান সৌম্য সরকার।

তার প্রথম ম্যাচে ডাক ও অন্য ম্যাচে খুব একটা সম্মানজনক স্কোর করতে পারেননি তিনি । তবে এই দুজনই আকর্ষিক ডাক পেয়েছেন কান্দাহারে ।

আজ আফগান ক্রিকেট বোর্ড তাদের অফিশিয়াল পেজে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজির খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় কান্দাহারে রয়েছে তিন টাইগার ক্রিকেটার।

পেসার তাসকিন আহমেদ, ওপেনার সৌম্য সরকার ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি সৌম্য ও মিথুন। তবে এটিং তিনজনের দেশের বাহিরে প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর