August 2, 2025, 7:51 pm

কুসুম দোলা’র ইমন ওরফে মধুমিতার নগ্ন ভিডিও ফাঁস!

Reporter Name 167 View
Update : Thursday, October 4, 2018

ভারতে ছোট পর্দায় জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় অন্যতম হচ্ছে সিরিয়াল। কিন্তু বর্তমান সময়ে এই ভারতীয় সিরিয়াল এক ব্যাধিতে পরিণত হয়েছে।

ভয়াবহ এক ব্যাধির নাম ভারতীয় সিরিয়াল। এর কু-প্রভাব থেকে রেহাই পাচ্ছেনা উঠতি বয়সী, তরুণী, যুবতী, গৃহবধূসহ কোমলমতি শিশুরাও।

এসব সিরিয়ালের প্রভাবে পরিবার-পরিজন কিংবা সামাজিক জীবনের দায়িত্বগুলো থেকে সরে দাঁড়াচ্ছেন নারীরা। বাদ যাচ্ছে না কোমলমতি শিশুরাও।

বাস্তবতা বিবর্জিত কাল্পনিক ওই সব সিরিয়ালের অভিনেত্রীরা কি পড়ছে, কিভাবে কথা বলছে, তাদের চরিত্র কি? সেগুলোও আয়ত্ব করছে নারীরা।

এইসব সিরিয়ালের কারণেই প্রেমসহ পারিবারিক সম্পর্কের মাঝে আজ ভাঙন দেখা দিয়েছে। তেমন ই একটি সিরিয়াল বোঝেনা সে বোঝেনা ।

এই নাটকে পাখি নামে অভিনয় করেছেন পাখি যার আসল নাম মধুমিতা সরকার। সম্প্রতি তার গোপন ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

এ ব্যাপারে অভিনেত্রী মধুমিতা সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্টার জলসা কর্তৃপক্ষ জানিয়েছে, এটা একান্তই মধুমিতা সরকারের বিষয়। তিনিই ভালো বলতে পারবেন কিভাবে এই ভিডিও ছড়িয়ে পড়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর