August 2, 2025, 7:48 pm

নিক-প্রিয়াংকার বিয়ে কোথায়? জানলে অবাক হবেন…

Reporter Name 166 View
Update : Thursday, October 4, 2018

গত ১৮ আগস্ট মুম্বাইয়ে নিজের বিলাসবহুল বাংলোয় মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

এখন কবে নাগাদ বিয়ের পিঁড়িতে তারা মালাবদল করবেন, সে দিনক্ষণের দিকে তাকিয়ে আছেন প্রিয়াংকাভক্ত ও বলিমহল।

বিটাউনের গুঞ্জন ছিল- মার্কিন মুলুকের হাওয়াই দ্বীপে নাকি হতে যাচ্ছে এ জমকালো বিয়ের অনুষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর ছিল, বিরাট-আনুশকা সোনম-আহুজা জুটির মতো নিক-প্রিয়াংকা জুটিও ভারতের বাইরে সাতপাকে ঘুরতে যাচ্ছেন।

কিন্তু হাইওয়াই দ্বীপ নয়, নিক ও প্রিয়াংকা নাকি রাজস্থানের মহেরনগড় ফোর্ট-এ সারবেন তাদের বিয়ের অনুষ্ঠান!

বিয়ের কেনাকাটার জন্য রাজস্থানে এ জুটিকে দেখা গেলে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রিয়াংকা ও নিকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি বিয়ের কেনাকাটার জন্য রাজস্থানে যান নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া।

এর পর থেকেই শোনা যায়, শিগগিরই বিয়ের দিনক্ষণ ঠিক করতে যাচ্ছেন এ দুই দেশের সেলব।

যদিও এ বিষয়ে নিক জোনাস বা প্রিয়াংকা চোপড়া কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত ২০১৭ সালে মেট গালার মঞ্চে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে পরিচয় হয় নিক জোনাসের। দুজনকে একসঙ্গে অনেকবার দেখা গেলেও প্রেমের সম্পর্ক বরাবরই অস্বীকার করে আসছিলেন তারা।

১৮ আগস্ট সব জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ে প্রিয়াংকার বাসায় আশীর্বাদ অনুষ্ঠান সম্পন্ন করেন নিক-প্রিয়াংকা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর