August 6, 2025, 4:13 am

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ঘটে গেল আলোচিত কাণ্ড

Reporter Name 134 View
Update : Thursday, October 4, 2018

বৃহস্পতিবার (৪ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেই লোকেশ রাহুলকে হারিয়ে বিপদে পড়ে ভারত। তবে সেই ধাক্কার পর আর পেছনে তাকাতে হয়নি স্বাগতিকদের। টেস্ট স্পেশালিস্ট পূজারা ও অভিষিক্ত পৃথ্বী শ’র আদূরে ব্যাটিংয়ে ২০৬ রানের জুটি উপহার পায় ভারত। অসাধারণ ইনিংস খেলে দুইজন আউট হলেও বর্তমানে নিরাপদ স্থানে দল। আর তা সম্ভব হয়েছে পূজারার ৮৬ এবং পৃথ্বী শ’র ১৩৪ রানের সুবাদে।

রাজকোটের ম্যাচটি ৮৬ রানের ঝক ঝকে ইনিংস খেলার মুহুর্তে পূজারাকে কিছুক্ষণ পর পরই দেখা যায় পকেটে ফুরে রাখা পানির বোতল বের করে পান করতে। মূলত রাজকোটের গরমকে জয় করতে তার এমন ইউনিক আইডিয়া।

একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে, আজ রাজকোটে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে। তার মধ্যে দীর্ঘক্ষণ টিকে থাকার লড়াই। আর এই লড়াই সহজ করতে পূজারার এহেন অভিনব পন্থা। আর যা লজর কেড়েছে সবাই। রাজকোট টেস্টের চেয়ে বরং পৃথ্বী শ’র অবিশ্বাস্য ব্যাটিং এবং পূজারার বোতল কাণ্ড সবার মুখে।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৫৯ রান। বাইশ গজে আছে কোহলি ও রাহানে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর