August 5, 2025, 3:02 am

হোটেলে অনৈতিক কাজে লিপ্ত ৩৩ নারী-পুরুষ হাতেনাতে ধরা

Reporter Name 181 View
Update : Thursday, October 4, 2018

অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় গাজীপুর মহানগরের বোর্ড বাজারের হোটেল পর্যটন ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানী থেকে খদ্দেরসহ ৩৩ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী ১০ জন পুরুষ। গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নগরীর বোর্ড বাজারের হোটেল পর্যটন ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানী থেকে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১০ জন নারী ও ২৩ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।-জাগোনিউজ২৪।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর