July 30, 2025, 11:11 pm

অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগেও পারফর্ম করার যোগ্য না সাকিব-তামিমরা!

Reporter Name 155 View
Update : Friday, October 5, 2018

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। মিরপুরের হোম অব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর ম্যাচে সফরকারীদের ২০ রানে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই জয়কে যেন মূল্যায়নই করছেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টিম পারফর্মেন্সের প্রধান প্যাট হাওয়ার্ড।

এমনকি বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লীগ শেফিল্ড শিল্ডের দলগুলোর মানের ছিল না বলেই জানিয়েছেন তিনি। বাংলাদেশ দলের এমন অনেক ক্রিকেটার আছে যারা ঘরোয়া লীগে রানই পেত না বলেই জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলের ফলাফল বিবেচনা করা হয় সঠিক সিস্টেমের মাধ্যমেই। আপনারা ভাবছেন আমাদের অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবং আমি মনে করি সেগুলো ঠিক ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আমাদের হারিয়েছিল তাঁরা কেউই ঘরোয়া দলগুলোতে রানই পেত না।’

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো সেরা ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে এমন পরাজয়ের জন্য প্রস্তুত ছিলেন না টিম পারফর্মেন্সের প্রধান। তবে এর দায়ভার এবং সমালোচনা মেনে নিয়েছেন হাওয়ার্ড।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত টেস্টে পরাজিত হওয়ার পর আমি ঢাকার একটি রেস্টুরেন্টে বসেছিলাম। ব্যক্তিগতভাবে আমি যথেষ্ট অপ্রস্তুত ছিলাম এবং এর সকল দায়ভার নিয়েছিলাম। পাশাপাশি নিজেদের বিরুদ্ধে যেকোনো ধরণের সমালোচনা নিতে আমি প্রস্তুত ছিলাম। আপনাদের মধ্যে যারা ঢাকায় ছিলেন তাঁরা নিজেরাই ভাল করে জানেন যে কতটা খারাপ ফলাফল ছিল এটি।’

তিনি আরো বলেন, ‘আপনি যখন দিন শেষে বাড়ি যাবেন তখন কি পার্থক্য গড়ে দেয়ার মতো কিছু পাবেন? ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১০০ মিলিয়নের মতো খরচ করছে ক্রিকেটারদের বেতনের জন্য। আমরা ব্যর্থ হয়েছি, আপনারা হয়েছেন এমনকি আমি নিজে ব্যর্থ হয়েছি যেটা মোটেও ভাল কিছু নয়।’

 

টঙ্গীতে আবাসিক হোটেলে যৌনতা: ১১৪ তরুণ-তরুণী আটক ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর