October 27, 2025, 4:12 am

অভিনন্দন! বড় জয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

Reporter Name 171 View
Update : Friday, October 5, 2018

প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশের মেয়েরা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। সেমিফাইনালে বাংলাদেশ ভুটানের বিপক্ষে নেমে ৪-০ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে গেল।

ভুটানের বিরুদ্ধে দ্বিতীয় মিনিটে সানজিদার দুর্দান্ত গোলে এগিয়ে গেলেও বাংলাদেশ প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। গোল করেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী। ৬০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোল বাংলাদেশকে এগিয়ে দেয় ৩-০ গোলে। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন শামসুন্নাহার।

রবিবার বাংলাদেশ ফাইনাল খেলবে নেপালের বিরুদ্ধে। দিনের প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে হিমালয়ের দেশটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় প্রথম সেমিফাইনাল।

সেমিফাইনালে ভুটান স্বাগতিক হলেও তাদের বিপক্ষে জেতার অভিজ্ঞতা বাংলাদেশের এই নিয়ে ২ বার। শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় একই ভেন্যুতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর