August 4, 2025, 3:41 am

আফগান লিগে রাতে মাঠে নামছেন তাসকিন

Reporter Name 157 View
Update : Friday, October 5, 2018

আজ থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই মাঠে নামবে তাসকিন আহমেদের দল কান্দাহার। বাংলাদেশে বাহিরে প্রথমবারের মতো কোন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগে খেলতে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম বারের মত এই টুর্ণামেন্টে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন ৩ জন ক্রিকেটার।

বাংলাদেশ সময় আজ রাত ১০ টা বাজে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ থেকে এই ম্যাচ সরাসরি দেখা যাবে ভারতীয় স্পোর্টস চ্যানেল ডি স্পোর্টস। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এই খেলা দেখতে পারবেন জিও সুপার এবং ইউ টিভিতে।

ইতিমধ্যেই এই লিগের খেলার জন্য দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ। কান্দাহারের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেস বলার। প্রথম ম্যাচে আজ তারা তামিম-মুশফিকের নাঙ্গরহারের বিপক্ষে খেলবে। আর এই ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাসকিন আহম্মেদকে।

একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার। গতকাল কান্দাহারের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্টান ক্রিকেট বোর্ড। সেখানে তাসকিন, আফগান আজগার, ব্রেন্ডন ম্যাক্কালাম দের সাথে নাম এসেছে বাংলাদেশ জাতীয় দলের এই দুই ওপেনারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সবুজ সংকেত এর জন্য অপেক্ষা করছেন এই দুই ব্যাটসম্যান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর