August 4, 2025, 6:16 am

আম্পায়ারের সাথে মারামারিতে জড়িয়ে গেলেন ভারতীয় ক্রিকেটার

Reporter Name 142 View
Update : Friday, October 5, 2018

ভারতের ঘরোয়া লীগে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। এইদিন মধ্যপ্রদেশ এবং দিল্লির সাথে এক ম্যাচে কলঙ্কিত হলো ক্রিকেটবিশ্ব। আম্পায়েরর সাথেই মারামারিতে লেগে গেলেন ভারতের জাতীয় দলের হয়েখেল স্পিনার নামান ওজা।

এই ঘটনার পর ম্যাচটি বন্ধ ছিলো ৩০ মিনিটের জন্য। ঘটনাটি ঘটে নীতিশ রানার একটি আউটকে কেন্দ্র করে। মধ্যপ্রদেশের বিপক্ষে দারুণ একটি শতক হাঁকানোর পর দিল্লির পেসার ইশওয়ার পান্ডে আভেস খানের হাতে ক্যাচ বানিয়ে রানাকে সাজঘরে ফেরত পাঠান। মূলত পান্ডের জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতেই আউটটি দিয়েছিলেন দায়িত্বরত আম্পায়ার।

কিন্তু এরপরে বেঁকে বসেন রানা। এটি আউট ছিল না দাবি করে আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন জানান তিনি। পরবর্তীতে আম্পায়ারও সিদ্ধান্তটি পরিবর্তন করতে বাধ্য হন।

আর এতেই ক্ষেপে যান মধ্যপ্রদেশ অধিনায়ক ওঝা। আম্পায়ারের সাথে তুমুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি। পাশাপাশি দলকে সাথে নিয়ে এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতাও করেন। যদিও এত কিছুর পর জয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে মধ্যপ্রদেশ। ম্যাচটিতে দিল্লির কাছে তারা পরাজিত হয়েছে ৭৫ রানের বড় ব্যবধানে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর