August 4, 2025, 6:14 am

নিজের জীবনের সবচেয়ে সেরা মূহুর্তের কথা বললেন মাশরাফি

Reporter Name 125 View
Update : Friday, October 5, 2018

মাশরাফির কাছে নিজের জীবনের সেরা সময় হচ্ছে তার মেয়ের জন্মের সময়টা। সম্প্রতি এক পোর্টালে সাক্ষাৎকারে তিনি এ কথায় জানিয়েছেন। নিজের ৩৬তম জন্মদিন উপলক্ষে তিনি এসব বলেন।

মাশরাফি বলেন ,  আমার মেয়ের জন্ম, ২০১১ সাল। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি, বলে বোঝানোর নয়। অনুভূতিটা আমার এখনও নাড়া দেয়, ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমার এখনও মনে আছে, সুমির (মাশরাফির স্ত্রী) প্লাজমা লাগবে, আমি জোগাড় করতে গিয়েছি। এসে দেখি বাবার কোলে আমার মেয়ে। ঠিক সেই মুহূর্তটায় ভেতরে যে কতকিছু খেলে গেল!

হুমায়রা জন্মের পর এতটা সাদা হয়েছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ ওর জন্মের আগে থেকেই ওর মা তখন মৃত্যুর সঙ্গে লড়ছিল। আমি তাই প্রথমেই আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, ‘ও এত সাদা কেন? সব ঠিক আছে তো?”

তবে খুব লজ্জাও লাগছিল। কারণ আব্বা-আম্মা ওখানেই। তাদের কাছে আমিই তখনও বাচ্চা। সেই আমারও বাচ্চা হয়ে গেল! বেশ লজ্জা লাগছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর