December 9, 2025, 7:50 pm

মাশরাফির জন্মদিন উপলক্ষে যা বললেন মুশফিক

Reporter Name 189 View
Update : Friday, October 5, 2018

আজ ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। আজকে তার জন্মদিন। আর ৩৫ এ পা দেওয়া মাশরাফির জন্য দেশবাসীর কাছে দারুণ কিছু চাওয়া তার মায়ের।

এই ব্যাপারে মাশরাফির মা বলেন আমি চাই ওকে যেন সারাজীবন মানুষ মনে রাখে। ও এখন যেমন সবার প্রিয় মাশরাফি হয়ে আছে আজীবনও যেন এভাবেই বেঁচে থাকে। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এমনই দেখতে চাই ওকে।

তিনি আরও বলেন- ও যতদিনই বেঁচে থাকে ততদিন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আমার বিশ্বাস কৌশিক দেশকে অনেক কিছু দেবে আগামীতে। দেশের মানুষ যেন আমার কৌশিকের জন্য দোয়া করেন।

এদিকে মাশরাফি বিন মুর্তজার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেস্ট দলে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেইচবুকে পোস্ট দিয়ে বলেন- তিনি অনুপ্রেরণার আরেক নাম … শুভ জন্মদিন ম্যাশ!

তাছাড়া আজ শুধু মাশরাফি বিন মুর্তজার একার জন্মদিন নয়। তাঁর ছেলে সাহেল মুর্তজারও জন্মদিন। মা হামিদা মুর্তজার কোল আলোকিত করে কৌশিক দুনিয়াতে এসেছিলেন ১৯৮৩ সালের ৫ অক্টোবর। আর ছেলে সাহেলও এসেছে একইদিনে ২০১৪ সালে


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর