August 4, 2025, 6:16 am

যে লজ্জার রেকর্ডে সবার উপরে বাংলাদেশ

Reporter Name 154 View
Update : Friday, October 5, 2018

সম্প্রতি বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার কারণ ওপেনিং ঝুটি। এক তামিম ছাড়া দলের অন্য কোন ওপেনিং ব্যাটসম্যানই রান তুলতে পারছেন না। যার কারণে স্থায়ী হচ্ছে না বাংলাদেশ দলের ওপেনিং ঝুটি। গত এক বছরে বাংলাদেশ দলের ওপেনিং জুটির গড় ১৯। যা টেস্ট খেলুরে ১০ দলের (আফিগানিস্তান ছাড়া) মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশের পরেই আছে পাকিস্তান তারা ২০ গড়ে ওপেনিংয়ে রান তুলেছে গত এক বছর। এদিকে, ওপেনিংয়ে সবচেয়ে বেশি গড় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। তাদের ওপেনিং জুটির ম্যাচ প্রতি গড় ৫০ এর উপরে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের ওপেনাররা রান তুলেছে ৩৮ গড়ে। জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যানরা মাঝারি গড়ে রান তুলেছে। তাদের গড় ৩২। আর ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানরা ৩১ ও নিউজিল্যান্ডের ওপেনাররা ৩০ গড়ে রান তুলেছে।

তবে, রান রেটের হিসাব টানলে বাংলাদেশের ওপেনারদের অবস্থান থাকবে দুই নম্বরে। তারা ৩.৪ গড়ে রান তুলেছে ওভার প্রতি। বাংলাদেশের সমান গড়ে ওভার প্রতি রান তুলেছে জিম্বাবুয়েও। সবচেয়ে বেশি গড় ভারতীয় ব্যাটসম্যানদেরই। প্রতি ওভারেই ৩.৮ রান তুলেছে দলটি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর