August 4, 2025, 6:23 am

রহস্য ফাঁস, সেই পাকিস্তানি সুন্দরীকে দেখে যা করেছিলেন শাস্ত্রী

Reporter Name 144 View
Update : Friday, October 5, 2018

১৪ তম এশিয়া কাপের সৌজন্যে পাকিস্তানি সুন্দরী রিজলা রেহান এখন রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন। দুবাইয়ে টুর্নামেন্ট চলাকালীন রিজলাকে গ্যালারিতে দেখা যায়। এরপর তাকে দেখে উত্তাল হয়েছে সোশ্যাল সাইট। এমনকি, ভারতের হেড কোচ রবি শাস্ত্রীরও নজর এড়ায়নি। তেমনটাই দাবি স্বয়ং সেই সুন্দরীর।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই রহস্যময়ী সুন্দরীর পরিচয় জানা গেছে। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন নিজের পরিচয়ও। ভারত-পাকিস্তান ম্যাচের দিন দেখা গেছে শাস্ত্রী ইন্টারনেট সেনশেসন রিজলাকে ‘থাম্ব’ দেখাচ্ছেন। কিন্তু রিজলা নিজেও জানেন না, ভারতীয় দলের হেডকোচ তাকে চিনতে পেরেছেন কি না। নাকি তার ভক্তদের জন্যই শাস্ত্রী হাত দেখিয়েছেন ক্যামেরার সামনে।

সাক্ষাৎকারে রিজলা জানান, ‘‘আমি দেখেছি রবি শাস্ত্রী আমাকে থাম্ব দেখিয়েছেন। যদিও এর পিছনের কারণ আমি জানি না। বেশ কয়েকজন খেলোয়াড়ও আমাকে দেখে হাত নাড়িয়েছেন। কিন্তু কোন খেলোয়াড় আমাকে দেখে হাত নাড়িয়েছেন সেটা আমার জানা নেই। আমিও তাদের দেখে হাত নাড়িয়েছি।’’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর