August 4, 2025, 8:10 am

অস্ট্রেলিয়াকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো কেনিয়া

Reporter Name 145 View
Update : Saturday, October 6, 2018

২০০৩ সালের বিশ্বকাপে সবাইকে চমক লাগিয়ে সেমিফাইনাল খেলেছিল। কিন্তু সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে খেলা যোগ্যতা হারায়, তাও ২০১৪ সাল থেকে। তবে টি-টোয়েন্টি খেলছে নিয়মিত আর সেখানেই সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড গড়ল আফ্রিকার এই দলটি।

এতদিন টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দলীয় সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে শ্রীলংকা সফরে পাল্লেকেল্লে স্টেডিয়ামে ৩ উইকেটে ২৬৩ রান করে ইতিহাস গড়েছিলঅস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অসিদের গড়া ইনিংসটিই দলীয় সর্বোচ্চ রানের স্কোর।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে আইসিসির সহযোগী সদস্য দল কেনিয়া।

আইসিসির ১৮টি সহযোগী সদস্যদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে। টি-টোয়েন্টিরে সেই প্রতিযোগিতায় রুয়ান্ডার বিপক্ষে ৬ উইকেটে ২৭০ রানের ইনিংস গড়ে নতুন ইতিহাস গড়েছে কেনিয়া।

এই ইনিংসে ২০টি ছক্কা হাঁকান কেনিয়ার ব্যাটসম্যানরা। দলের হয়ে অ্যালেক্স ওবান্দ ২২ বলে ৬৩ এবং কলিন্স ওবুই ২৫ বলে ৬৩ রান করে করেন।

এই টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় রুয়ান্ড।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর