August 4, 2025, 8:09 am

চিটাগাং ভাইকিংসের জন্য বড় সুখবর

Reporter Name 151 View
Update : Saturday, October 6, 2018

আগামী বিপিএলে চিটাগাং ভাইকিংসের থাকা নিয়ে অনেক নাটকের পর নিশ্চিত হয় তারা থাকছে। আর সেই থাকা নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী চারজন খেলোয়ার ধরে রাখে তারা। আর ধরে রাখা চার খেলোয়ারের একজন হলেন জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজা।

তবে সিকান্দার রাজাকে ধরে রাখাটা যে মোটেও বোকামি হয়নি সেটা প্রমান হল আফগান লিগের প্রথম ম্যাচেই। গত মৌসুমে চিটাগাং ভাইকিংসের অন্যতম সেরা তারকা সিকান্দার রাজা এদিন ঝড়ো এক ইনিংস খেলেন।

পাকতিয়ার হয়ে গত রাতে ব্যাট হাতে ঝড় তোলেন এই ডান হাতি ব্যাটসম্যান। ৪০ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি।

ব্যাট হাতে দূর্দান্ত ফর্মে আছেন রাজা। গতকাল তার ছক্কার তালিকা থেকে বাদ যাননি রশিদ খান, দক্ষিন আফ্রিকার ওয়েন পারনেলের মতো বোলাররাও। সিকান্দার রাজার এমন পারফর্মেন্সই তো দেখতে চায় ভাইকিংস কর্তৃপক্ষ ও ভক্তরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর