‘টাইটানিক’ খ্যাত নায়িকা আরও যেসব ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন

‘টাইটানিক’ ছবিটি মুক্তি পেয়েছিলে ১৯৯৭ সালে। জেমস ক্যামেরন পরিচালিত এই ছবিতে আলোড়ন তুলেছিল কেট উইন্সলেটের নগ্ন দৃশ্য। শুধু এখানেই নয়, আরও অনেক ছবিতেই নগ্ন দৃশ্যে আলোড়ন তুলেছেন কেট। জেনে নেওয়া যাক সেই ছবির নাম ও ছবির দৃশ্য।
‘হেভেনলি ক্রিচার্স’-এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে।
‘জুড’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।
‘হাইডিয়াস কিনকি’-এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।
‘হোলি স্মোক’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে।
‘কুইল্স’-এটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে।
‘আইরিশ’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে।
‘লিটল চিল্ড্রেন’-এটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।
‘দ্য রিডার’-এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর