August 2, 2025, 10:21 pm

দুস্থ শিশুদের নিয়ে পরীর কাটানো মুহূর্ত (ছবিসহ)

Reporter Name 150 View
Update : Saturday, October 6, 2018

চিত্রনায়িকা পরীমনিকে প্রায় দেখা যায় জনকল্যাণ মূলক কাজে। জুনিয়র আর্টিস্টদের জন্য বিএফডিসিতে নিয়মিতই কোরবানি দিয়ে আসছেন। রয়েছে শিশুদের প্রতি তার বাড়তি আগ্রহ।

তাই তো পরীকে দেখা গেল মিরপুরে অবস্থিত ‘ময়ূরপঙ্ক্ষী’ নামের একটি সংগঠনের গড়া স্কুলে। এতে পড়াশোনা করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা। আজ শনিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানে বাচ্চাদের সঙ্গে খুনসুটি, গান, কবিতায় পার করেছেন পুরো তিন ঘণ্টা।

পরী বললেন, ‘অসাধারণ কিছু মুহূর্ত পার করলাম। এ সংগঠনটি যারা পরিচালনা করেছেন, তারাও শিক্ষার্থী। তারাই প্রথমে আমাকে জানান, এই দরিদ্র শিশুদের কথা।

বলেন, আমি গিয়ে কিছুটা সময় কাটালে তারা অনেক উৎসাহ পাবে। এজন্যই সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে রিচার্জ করে নিলাম। সত্যিই অসাধারণ একটি উদ্যোগ। এই বাচ্চাগুলোর পাশে হাসি-আনন্দে আমি থাকতে চাই।’

পরীমনি আরো জানালেন, স্কুলের লাইব্রেরির জন্য তিনি রবীন্দ্রসমগ্র উপহার দিয়েছেন। অন্যদিকে স্কুলের বাচ্চারা পরীমনিকে শোনান গান, কবিতা ও গজল। পরীও বাচ্চাদের কোলে তুলে নিয়ে গল্প শোনান, মেতে ওঠেন দুষ্টুমিতে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর