November 17, 2025, 7:13 pm

বিশ্রামে থাকার পাত্র নন মুশফিক

Reporter Name 188 View
Update : Saturday, October 6, 2018

সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলার সময় পাঁজরে চোট পাওয়া মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ফিট থাকলে বিশ্রামে থাকার পাত্র নন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

তাই আজ তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হালকা ব্যাটিং অনুশীলন করবেন। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাঁজরে চোট পান। চোট নিয়েই ওই ম্যাচে ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। পরে পাকিস্তানের বিপক্ষে করেন ৯৯ রান।

খেলেছেন ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও। ১৫ অক্টোবর তার আরেকটি স্ক্যান করা হবে। আজ অনুশীলন করে নিজের অবস্থা দেখে নিতে চান তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে। এরই মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর