August 2, 2025, 10:30 pm

সানি লিওনের প্রতিদ্বন্দ্বী কে এই সাহারা

Reporter Name 180 View
Update : Saturday, October 6, 2018

জন্মসূত্রে সাহারা নাইট ভারতীয়। প্রকৃত নাম সায়িদা ভোরাজি ‘গেম অফ থ্রোনস’-এর প্রথম দু’টি সিরিজে আরমেকা চরিত্রে পর্দায় এসেছিলেন তিনি।

সাহারার করা একটি সমকামী দৃশ্য তোলপাড় ফেলে দিয়েছিল। নিজের সম্পর্কে কী বলেন সাহারা? নিজেকে ‘পর্নস্টার’ এবং ‘এসকর্ট’ বলতেই পছন্দ করেন তিনি।

সাহারা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি একজন স্বাধীন ভারতীয় এসকর্ট এবং অভিজাত লাস্যময়ী যে লন্ডনের কেন্টে থাকে।’

তার নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেখানে তার থেকে কী কী পরিষেবা মিলবে তার সবিস্তার বর্ণনা দেওয়া রয়েছে।

সানি লিওন এতটাও সাহসী নন। তিনি ছিলেন স্রেফ পর্ন অভিনেত্রী। ভারতে সাহারার জনপ্রিয়তা ক্রমশ আকাশছোঁয়া হতে চলেছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর