November 17, 2025, 11:59 pm

মেয়েদের ক্রিকেট বলেই বিসিবির এমন অবহেলা!

Reporter Name 175 View
Update : Sunday, October 7, 2018

এবার দারুণ অবহেলার স্বীকার হলো বাংলাদেশের মেয়েরা। এই মাঠেই হয়েছে বাংলাদেশ দলের মেয়েদের ৪টি-২০ ম্যাচের সিরিজ। তবে এই নিয়ে বোমা ফাটিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘নারী উইংস থেকে আমরা চেষ্টা করেছি এবং কথা বলেছি। আমাদের চাওয়া ছিল আরো ভালো একটা মাঠ যেখানে আরো বেশি সুযোগ সুবিধা থাকবে। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো।’

তিনি আরো বলেন ,’ ‘ভারী বর্ষণের কারণে একটি খেলা বলতে গেলে হয়ই নি এবং দ্বিতীয় দিন যে খেলাটা হল সেটাও কিন্তু আংশিক। এই জন্য আমাদের যে মূল লক্ষ্য ছিল সেই জায়গা থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে পড়েছি। এখানে তো আসলে আমাদের কিছু করার ছিল না। বৃষ্টি যদি না হত তাহলে হয়তো কোন ধরণের আপত্তি এই জায়গা নিয়ে থাকতো না।’

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর