July 31, 2025, 9:21 pm

স্বমৈথুন করলে মৃত্যুদন্ড, এমনই যৌনতা নিয়ে আজব সকল আইনের তালিকা দেখুন

Reporter Name 198 View
Update : Sunday, October 7, 2018

যৌনতা নিয়ে নানা দেশে নানারকম সামাজিক সংস্কার আছে। কোথাও কোথাও সেই সংস্কারের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে নানা রকমের আইন। সেই আইন দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন।

❏‌ স্পেনে সমুদ্র সৈকতে খুল্লাম খুল্লা সেক্স করা একেবারেই নিষিদ্ধ। যদি কোনও ভাবে ধরা পড়েন, তাহলে আপনার দীর্ঘমেয়াদি জেল হতে পারে, অথবা জরিমানা হতে পারে ৭৫ হাজার ইউরো।

❏‌ আমেরিকার অরিগাঁতে যৌনতা চলাকালীন যদি কেউ কোনও রকম প্রার্থনা করেন, তাহলে হতে পারে কঠিন সাজা। ❏‌ ইন্দোনেশিয়ায় কেউ যদি হস্তমৈথুন করতে করতে ধরা পড়েন, তাহলে হতে পারে মৃত্যুদন্ড।

❏‌ আলেকজান্দ্রিয়ায় স্বামীর মুখ থেকে যদি পেঁয়াজ, রসুনের গন্ধ বেরোয়, তাহলে যৌনতায় লিপ্ত হতে চান না কোনও স্ত্রী। ❏‌ অক্সফোর্ড ওহিতোকে কোনও পুরুষের ছবির সামনে দাঁড়িয়ে কোনও মহিলার জামা খোলা বেআইনি।

❏‌ আমেরিকার লোয়াতে কোনও মহিলা যদি প্রকাশ্যে গোঁফ আছে এমন পুরুষকে চুম্বন করেন, তাহলে হতে পারে কঠিন সাজা। ❏‌ লেবাননে কোনও পুরুষ পশুর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারে। তবে পশুটিকে অবশ্যই মহিলা হতে হবে।

❏‌ দাঁড় করিয়ে রাখা কোনও মোটরবাইকে যৌনতায় লিপ্ত হওয়া যায় না লন্ডনে। ❏‌ হংকংয়ে কোনও পুরুষ যদি তাঁর নারী সঙ্গীকে ধোকা দেন, তাহলে ওই নারী পুরুষকে খুন করতে পারেন। তবে খালি হাতে।

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর