November 17, 2025, 1:49 am

সানির লিওনের গানে বাথটাবে নগ্ন মোনালিসা (ভিডিও)

Reporter Name 215 View
Update : Monday, October 8, 2018

বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-র সিজন ২ সম্প্রতি কাঁপিয়েছেন। ভোজপুরি অভিনেত্রী মোনালিসা আপাতত নজর কাড়ছেন ‘নজর’ নামের এক অতিলৌকিক টেলি-সিরিয়ালে। তারই ফাঁকে এই সুন্দরী ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। তার এক ‘বাথটাব ভিডিও’ এই মুহূর্তে ভাইরাল।

এবেলা পত্রিকার খবরে বলা হয়, অন্তরা বিশ্বাস, যিনি ‘মোনালিসা’ নামেই সমধিক পরিচিত, সম্প্রতি সম্পূর্ণ নগ্ন হয়ে অবতীর্ণ হয়েছেন এক বাথটাব ভিডিও-য়।

‘ঝুমা বউদি’-র এই ভিডিও ইনস্টাগ্রামের এক ফ্যান পেজ-এ পোস্ট করা হলে তা নিয়ে হইচই পড়ে যায়। এতে দেখা যায়, মোনালিসা ‘রাগিনী এমএমএস ২’ ছবির ‘বেবি ডল’ গানটির দৃশ্যকে রিক্রিয়েট করছেন। অরিজিনালে যেখানে সানি লিওন ছিলেন, সেই জায়গাতেই এই ভিডিও-য় রয়েছেন মোনালিসা।

ইনস্টা-য় এই ভিডিও ক্রমেই ভাইরাল হতে শুরু করে। ‘ঝুমা বউদি’-র এমন ‘হট’ অ্যাপিয়ারেন্সকে ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।

ভিডিও লিংক…

 

গাজীপুরে হোটেলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ৩৩ নারী-পুরুষ আটক ভিডিওটি দেখুন….

 

মেঘনায় লঞ্চ-কার্গো সংঘর্ষে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী / মুহূর্তেই ডুবে গেল: ভিডিওটি দেখুন….

 


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর