October 27, 2025, 12:56 pm

একই সাথে বিরাট বড় সুখবর পেলেন পোলার্ড ও ব্রাভো

Reporter Name 150 View
Update : Tuesday, October 9, 2018

দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ফরম্যাটে খেলতে যাচ্ছেন ড্যারেন ব্রাভো। তার সঙ্গে এক বছর পর দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড। ব্রাভো ও পোলার্ড ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে আসলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে না বলে দিয়েছেন ক্রিস গেইল।

ভারতের পর বাংলাদেশের বিপক্ষেও সীমিত ওভারে গেইলের না থাকার কথা এক বার্তায় জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। বর্তমানে আফগান প্রিমিয়ার লিগে খেলছেন গেইল। তবে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য গেইল প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে সিডব্লিউআই।

আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড দল। ঘরের মাঠের ওই সিরিজের পর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের জন্যও বিবেচনা করা হচ্ছে তারকা ক্রিকেটার গেইলকেব্রাভো ও পোলার্ডের সঙ্গে ভারতের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন আন্দ্রে রাসেল।

বোর্ডের সঙ্গে নানা ঝামেলার কারণে উইন্ডিজ শিবির থেকে দীর্ঘ দিন বাইরে ছিলেন ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ডরা। তবে আগামী বছর বিশ্বকাপকে কেন্দ্র করে এসব বড় প্রোফাইলের তারকাদের আবারো দলে সুযোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর