December 16, 2025, 9:20 am

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে হুমকি দিয়ে যা বললেন ব্রাজিল তারকা

Reporter Name 193 View
Update : Friday, October 12, 2018

লিওনেল মেসির অনুপস্থিতিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ এতটুকু কমবে না বলে বিশ্বাস ফিলিপে কৌতিনিয়োর। তাই প্রতিপক্ষ শিবিরে ক্লাব সতীর্থের অনুপস্থিতির কথা না ভেবে দলকে জেতানো নিয়ে ভাবছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

আর্জেন্টিনার বিপক্ষে আগামী মঙ্গলবার মাঠে নামবে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। খেলবেন না এ ম্যাচেও।

একই ক্লাবে খেলা সত্ত্বেও মেসির সঙ্গে আন্তর্জাতিক ফুটবল নিয়ে আলোচনা হয় না বলে জানিয়েছেন কৌতিনিয়ো।

“সে না খেলা সত্ত্বেও ম্যাচটি অনেক বড় হবে। আন্তর্জাতিক ফুটবলে এটা অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা।মেসি খেলুক বা নাই খেলুক আমি আর্জেন্টিনাকে হারাতে চাই। ভালো খেলা আর ম্যাচটা জেতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর