November 18, 2025, 1:21 am

উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল

Reporter Name 177 View
Update : Friday, October 12, 2018

নভেম্বর মাসে একটি প্রীতি ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর। বিষয়টি জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। একই মাসে আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তিতে শীষ্যদের। কিন্তু সেই ম্যাচটির প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

সামনের বছর ঘরের মাঠে কোপা আমেরিকার মিশনে নামবে ব্রাজিল। যার জন্য শক্তিশালী দলের বিপক্ষে খেলে নিজেদের চাঙ্গা করে নিতে চাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিনরা।

প্রীতি ম্যাচে উরুগুয়েকে বেছে নেওয়ার বিষয়ে ব্রাজিল দলের কর্মকর্তা জানান, কোপা আমেরিকার আগে কঠিন প্রতিপক্ষগুলোর সঙ্গে খেলার চেষ্টা থেকেই এই সিদ্ধান্ত হয়েছে।

এরআগে আগামী শুক্রবার রিয়াদে স্বাগতিক সৌদি আরবের মুখোমুখি হবে নেইমারের দল। তার চার দিন পরেই জেদ্দায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে মোকাবেলা করবে সেলেসাওরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর