August 4, 2025, 6:07 pm

কিশোরী ফুটবলারদের কত লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী? জেনে নিন

Reporter Name 116 View
Update : Friday, October 12, 2018

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাহরাইন, আরব আমিরাত, লেবানন ও ভিয়েতনামকে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। বৃহস্পতিবার সেই নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে প্রধানমন্ত্রী মেয়েদের ২৩ সদস্যের প্রত্যেককে দিয়েছেন ১০ লাখ টাকা করে। ওই দলে কোচ, ম্যানেজারসহ ছিলেন আরো ১০ কর্মকর্তা। তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী দিয়েছেন ৫ লাখ টাকা করে।

মেয়েদের হাতে চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। ভবিষ্যতে আরো ভালো খেলতে কিশোরী ফুটবলারদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর