August 4, 2025, 3:53 pm

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বদলে গেল ম্যাচের ফলাফল

Reporter Name 134 View
Update : Friday, October 12, 2018

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ক্রমশই অবনতি ঘটেছে দেশের আবহাওয়ায়। জোয়ারের উচ্চতা বেড়ে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা।

আবহাওয়া অফিস বলছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরো দু-একদিন। এছাড়া খুলনা-বরিশাল অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে। সাগর উত্তাল থাকায় চারটি সমুদ্র বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।

এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দেশের ঘরোয়া ক্রিকেটে ঠিকই দেখা গিয়েছে তিতলির প্রভাব। চলতি এনসিএলের দ্বিতীয় রাউন্ডের সবক’টি ম্যাচ নিষ্ফলা ড্র হয়েছে তিতলির প্রভাবে। কক্সবাজারে সিলেট-চট্টগ্রাম ম্যাচে তো প্রথমদিনের পরে আর খেলাই সম্ভব হয়নি। তবে ফলাফলের সম্ভাবনা ছিলো বাকি তিন ম্যাচে। কিন্তু তিতলির প্রভাবে হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তিন ম্যাচের কোনোটাতেই শেষ দিনে একটি বলও মাঠে গড়ায়নি। যার ফলে ড্র দিয়েই শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর