September 13, 2025, 11:28 pm

নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যাকে চান পাপন

Reporter Name 155 View
Update : Friday, October 12, 2018

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার আসন্ন সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আগামী তিন মাসের জন্য মাঠের বাইরে তিনি।

সাকিব না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ টেস্ট দলকে কে নেতৃত্ব দিবেন এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমুল হাসান পাপন বলেন, ‘টেস্ট অধিনায়ক হিসেবে আমার পছন্দ মাহমুদউল্লাহ রিয়াদ। আমার বিশ্বাস সে দলকে ভালোভাবেই গাইড করতে পারবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর