August 4, 2025, 6:11 pm

পাকিস্তানের জেতা ম্যাচ কেড়ে নিল উসমান খাজা-পেইন

Reporter Name 144 View
Update : Friday, October 12, 2018

শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিলো ৭টি উইকেট, ম্যাচ বাঁচাতে অস্ট্রেলিয়ার খেলতে হতো পুরো ৯০ ওভার। দুবাইয়ের অতীত ইতিহাস কিংবা উইকেটের বর্তমান অবস্থায় সফরকারী অস্ট্রেলিয়ার জন্য কাজটি ছিলো মোটামুটি পাহাড় ডিঙোনোর সমান।

সেই কঠিন কাজটিই অনায়াসে করে ফেললেন ট্রাভিস হেড, উসমান ও টিম পেইনরা। সারা দিনে নিজেদের উইকেট বাঁচিয়ে খেলতে হতো পুরো ৪৫০টি বল। পাকিস্তানের বৈচিত্রপূর্ণ বোলিং অ্যাটাকের বিপক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরার লোক ছিলো খুব অল্পই। কিন্তু বাজির দান উল্টে জয়ের সমানই এক ড্র পেলো অস্ট্রেলিয়া।

অধিনায়ক টিম পেইনকে নিয়ে লড়াই চালিয়ে যান খাজা। তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। পেইন ও খাজা মিলে ষষ্ঠ উইকেটে ২১৮ বল খেলে গড়েন ৭৯ রানের জুটি।

দিন শেষের ১৫ ওভার বাকি থাকতে দৃশ্যপটে আবির্ভূত হন পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহ। দুই ওভারের মধ্যে তুলে নেন তিন উইকেট। ৩০২ বলের ম্যারাথন ইনিংসে ১৪১ রান করে ফেরেন খাজা। দিন শেষের তখনো বাকি প্রায় ১৩ ওভার, কিন্তু হাতে উইকেট মাত্র ২টি।

অফস্পিনার নাথান লিওনকে নিয়ে আবারও মাটি কামড়ে ব্যাটিং শুরু করেন অধিনায়ক পেইন। কাটিয়ে দেন বাকি ওভারগুলো। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ২১৯ বল খেলে অপরাজিত থেকে ৬১ রান করে।

১৪০তম ওভারের পঞ্চম বলটি পেইন ঠেকিয়ে দিতেই উল্লাসে মেতে ওঠে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম। যেনো ম্যাচটি জিতেই নিয়েছে তারা। ২ উইকেট বাকি থাকায় ৯০ ওভার পূরণ হওয়ার এক বল আগেই ড্র মেনে নেয় পাকিস্তান।

প্রায় সাড়ে ছয় ঘণ্টার ম্যারাথন ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরষ্কারটা জিতেছেন উসমান খাজা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর