October 28, 2025, 3:32 pm

পুরান ঢাকা আর কলকাতার ভাষায় কনার গান

Reporter Name 185 View
Update : Friday, October 12, 2018

ফের জুটি বাঁধলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা আর ওপার বাংলার গায়ক আকাশ সেন। দুজনে মিলে তৈরি করেছেন তাদের দ্বিতীয় গান। গানের শিরোনাম ‘ঢাকাইয়া মাইয়া কোলকাতার বাবু’। পূজা উপলক্ষে তৈরি করা হয়েছে গানটি।

নাজির মাহমুদের কথা ও সুরে এবারের গানটিতে রয়েছে বিষয় ও ভাষার ভিন্নতা। আর এই গানে মডেল হয়েছেন মডেল সামিয়া হক। গানটি পুরান ঢাকার ভাষায় গেয়েছেন কনা আর কলকাতার ভাষায় গেয়েছেন আকাশ সেন।

গান প্রসঙ্গে কনা বলেন, ‘পুরান ঢাকার ভাষায় প্রথমবারের মতো গান গেয়ে ভীষণ মজা পেলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

আকাশ সেন বলেন, ‘বাংলাদেশে ইতিপূর্বে বেশকিছু গান গেয়েছি আমি। এবারের গানটির কথা, সুর, সংগীত ও ভিডিওর আয়োজন ভীষণ ভালো লেগেছে। কলকাতা এবং পুরান ঢাকার ভাষার মিশেলে দারুণ একটি গান বানিয়েছেন নাজির মাহমুদ।’

বিকে শাহীন খানের পরিচালনায় তৈরি হয়েছে গানের মিউজিক ভিডিও। জেডএস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটি প্রকাশ হবে শিগগিরই।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর