July 31, 2025, 2:26 am

বিরাট বড় সু:সংবাদ পেলেন মুস্তাফিজ-মিরাজ

Reporter Name 110 View
Update : Friday, October 12, 2018

গত ৬ অক্টোবর সর্বশেষ আইসিসি ওয়ানডে র্র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে ক্যারিয়ার সেরা বোলিং র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টেস্টের পর এবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে ও উন্নতি করল মিরাজ। ৪৬০ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৬১ নম্বরে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ।

তবে এশিয়া কাপে ১০ উইকেট নিয়ে র্র্যাংকিংয়ে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। ৬৫১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ তম স্থানে রয়েছেন মুস্তাফিজ। এছাড়া মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ২৮ নম্বরে।

এশিয়া কাপের দুর্ভাগ্য জনক ভাবে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হাতের কব্জিতে ব্যথা পেয়ে চার সপ্তাহের জন্য ছিটকে পড়েন ওপেনার তামিম ইকবাল। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে এশিয়া কাপে না খেললেও বর্তমানে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিং এ ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন তামিম ইকবাল।

৬ অক্টোবর সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৩ নম্বর অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছেন তামিম।

এছাড়াও বাংলাদেশের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম রয়েছেন ১৬ তম স্থানে। মুশফিকুর রহিম এর বর্তমান রেটিং পয়েন্ট ৭০২।

আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিং এর শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দুই নম্বরে রয়েছে তারই দলের ওপেনার এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা।এছাড়াও তালিকায় সেরা দশে রয়েছে জো রুট, ডেবিড ওয়ানার, শেখর ধাওয়ান, বাবর আজম, রস টেইলর, কেন উইলিয়ামসন, কুইন্টন ডি কক।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর