August 4, 2025, 6:17 pm

যার সুপারিশে আচমকা দলে জায়গা পেলেন সাইফুদ্দিন

Reporter Name 130 View
Update : Friday, October 12, 2018

সম্প্রতি তাকে নিয়ে কোন পরিকল্পনাই করছেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, এই জায়গার জন্য প্রস্তুত করার পরিকল্পনায় আছেন তাঁরা। আরিফুল হক এবং সৌম্য সরকার তাদের মধ্যে অন্যতম। যদিও ইতিমধ্যে বল হাতে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছিলেন সৌম্য। কিন্তু এখনও আরিফুল হকের সুযোগ আসেনি।

সে দিন মোহাম্মদ সাইফুদ্দিনের বিষয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমরা সাইফুদ্দীনের অনেক প্রতিভা দেখেছিলাম। সে ওই জায়গার জন্য আদর্শ ক্রিকেটার আমাদের জন্য। কিন্তু ওর বোলিং নাকি খুবই খারাপ হয়ে গেছে, ওর খোঁজ খবর নিলেই শুনি সে বল করা ভুলে গেছে। এখন বল করা ভুলে গেলে কিভাবে হবে, আমার তো বোলিং অলরাউন্ডার দরকার। সে নাকি বল ফেলতেই পারে না জায়গা মত। এই পজিশনে আমরা অনেক পরীক্ষা নিরিক্ষা করেছি। সাব্বিরকে চেষ্টা করেছি, আরিফুল আছে, সৌম্যকে নিয়ে এখন নতুন করে ভাবা হচ্ছে।’

সাউথ আফ্রিকা সফরের শেষে দল থেকে জায়গা হারান সাইফুদ্দিন। এরপরে আর দলে পাননি কোন সুযোগ। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা পেলেন সাইফুদ্দিন।

তবে সেটা কোচ রোডসের পছন্দের কারণে। এই ব্যাপারে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্ন বলেন ,’ ‘আমাদের প্রধান কোচ তাঁকে (সাইফুদ্দিন) দেখে মুগ্ধ হয়েছেন। আমাদের তো একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার ছিল। তাঁকে লোয়ার অর্ডারে সুযোগ দিতে সমস্যা দেখি না। আমরা এখনও তাঁর মত একজনকে খুঁজছি, যে কিনা লোয়ার অর্ডারে ব্যাটিং করতে পারে এবং একই সাথে বল হাতে কার্যকরী।’

নান্নু আরো বলেন ,’ এটা সত্যি, সে (সাইফুদ্দিন) আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে পারফর্মেন্স দিয়ে আকর্ষণ করতে পারেনি। কিন্তু আমি নিশ্চিত সে অতীতের স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়েছে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর