August 4, 2025, 1:59 pm

উত্তরখানে ভোর রাতে আগুন একই পরিবারের ৮ জন অগ্নিদগ্ধ

Reporter Name 169 View
Update : Saturday, October 13, 2018

রাসেল খান,
শনিবার ভাের ৪ টার দিকে রাজধানীর উত্তরখান থানাধীন বেপারিপাড়া এলাকায় তিন তলা ভবনের নিচ তলায় একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটলে এতে একই পরিবারের শিশু বাচ্চা সহ মোট ৮ জন অগ্নিদগ্ধ হয়।
আহতরা হলেন ১। মোঃ ডাবলু মিয়া (৩৩),আঞ্জু বেগম (৩৩), মোঃ আব্দুল্লা (৫), মোছাঃ উর্মি (১৬), মোঃ আজিজুল (৩০),মোছাঃ পূর্ণিমা (৩০), মোছাঃ সুফিয়া (৬০) ৮। মোঃ সাগর (১৫) আহত সকলে গ্রামের বাড়ী পাবনা জেলার ভাংগোরা এলাকায়।
খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৩ টি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে এবং অগ্নিদগ্ধ পরিবারের ৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠায়। উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, আমরা ভোর ৪ টার দিকে উত্তরখান বেপারীপাড়া এলাকায় আগুন লাগার সংবাদ পাই এবং ৩ টি ইউনিট দ্বারা দ্রুত আগুন নির্বাপন করে ফ্লাটের ভীতর থাকা পরিবারের ৮ জন কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্সে যোগে ঢাকা মেডিকেল এর বার্ণ ইউনিটে ভর্তি করি
তাদের মধ্যে একজন গার্মেন্টস কর্মী ও একজন রিকশাচালক এবং এদের মধ্যে একটি শিশু বাচ্চা আছে। ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা অগ্নি দগ্ধ হয়। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি গ্যাসের চুলা জালানোর সময় মর্মান্তিক এই অগ্নি দূর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রন করার কারণে মালামালের ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর