November 18, 2025, 3:26 am

ক্রিকেট ইতিহাসের উপেক্ষিত তারকাদের নিয়ে সেরা একাদশ

Reporter Name 159 View
Update : Saturday, October 13, 2018

ক্রিকেট ষোড়শ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীতে এসে পৌঁছনোর এই দীর্ঘ সময়ে বহু প্রতিভাকে প্রত্যক্ষ করেছেন। অনেকেই আজ লিজেন্ড। আবার অনেকে উপেক্ষিত হয়েছেন।

বড় মাপের স্টার হলেও, তেমন প্রশংসা পায়নি তাদের লড়াই। বরাবরই আড়ালে থেকে গিয়েছেন প্রচারের আধিক্য থেকে। ক্রিকেট ইতিহাসের সেই সমস্ত তারকাদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি উপেক্ষিত অথবা আড়ালে থেকে গিয়েছেন, তাদের মধ্যে থেকে সেরা একাদশ গড়ার চেষ্টা করা হল।

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উপেক্ষিত তারকাদের সেরা একাদশ – ১. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) ২. গৌতম গম্ভীর (ভারত) ৩.ইউনুস খান (পাকিস্তান) ৪. মাইকেল হাসি (অস্ট্রেলিয়া) ৫. শিব নারায়ণ চন্দ্রপাল (ওয়েস্ট ইন্ডিজ) ৬. অ্যাঞ্জেলো ম্যাথিউজ (শ্রীলঙ্কা) ৭. মার্ক বাউচার (দক্ষিণ আফ্রিকা) ৮. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ৯. ম্যাথু হগার্ড (ইংল্যান্ড) ১০. উমার গুল (পাকিস্তান) ১১. মর্নি মার্কেল (দক্ষিণ আফ্রিকা)।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর